লংকাবাংলা ফাইন্যান্স ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি

0

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও খাজা শাহরিয়ার এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন।

চুক্তির আওতায় লংকাবাংলা ফাইন্যান্সের মাস্টারকার্ড টাইটেনিয়াম ও ভিসা প্লাটিনাম কার্ড ব্যবহারকারীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, হজরত শাহ আমানত আন্তর্জাতিক এয়ারপোর্ট ও ওসমানি আন্তর্জাতিক এয়ারপোর্টের এম.টি.বি এয়ার লাউঞ্জে ফ্রি প্রবেশাধিকার ও আপ্যায়ন সুবিধা উপভোগ করতে পারবেন। ১ জানুয়ারি ২০২১ থেকে ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম, হেড অফ কার্ডস মোঃ মিনহাজ উদ্দিন, ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এ.এম.ডি ও সি.বি.ও সৈয়দ রফিকুল হক, হেড অব এস.এম.ই ও রিটেইল ব্যাংকিং মোঃ সাফকাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লংকাবাংলা ফাইন্যান্স
১৯৯৭ সালে যাত্রা করে লংকাবাংলা ফাইন্যান্স। বাংলাদেশের খ্যাতনাম আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান এটি। প্রতিষ্ঠানটির অনন্য সেবার মধ্যে রয়েছে:

শিখা ডিপোজিট স্কিম
নারীর অর্থনৈতিক অগ্রগতি ও স্বনির্ভরতা নিশ্চিত করতে আকর্ষণীয় মুনাফা সম্বলিত সময়োপযোগী ও বিশেষায়িত ডিপোজিট স্কিম – “শিখা ইচ্ছে”, “শিখা অবিরত”, “শিখা সঞ্চয়” ও “শিখা প্রজ্বলন” নিয়ে লংকাবাংলা রয়েছে নারীদের পাশে। এ স্কিমগুলোর আওতায় সব বয়সী নারী তাদের সুবিধাজনক সময় পর্যন্ত ফিক্সড ডিপোজিট অথবা মাসিক ডিপিএসের মাধ্যমে অর্থ জমা করে মুনাফা গ্রহণ ও বিশেষ প্রয়োজনে জমাকৃত অর্থের বিপরীতে ঋণ সুবিধা পান। তাই নারীর অর্থনৈতিক অগ্রযাত্রার অংশীদার হতে ও তাদের জীবনকে সমৃদ্ধ ও স্বাচ্ছন্দ্যময় করতে লংকাবাংলা এনেছে “শিখা ডিপোজিট স্কিমস”।

এসএমই ডিপোজিট স্কিম
ভাবনাহীন আগামীর অঙ্গীকারে “এসএমই উপার্জন”, “এসএমই স্বচ্ছলতা”, ও “এসএমই শিখা সঞ্চয়” ডিপোজিট স্কিম নিয়ে লংকাবাংলা রয়েছে দেশের সব উদ্যোক্তা ও উদ্যোগী মানুষের পাশে। সহজ প্রক্রিয়ায় জমাদান ও জমাকৃত অর্থের সর্বোচ্চ ৯০ শতাংশ ঋণ সুবিধায় বিশেষায়িত এসএমই ডিপোজিটের অনন্য স্কিমসমূহে পরিকল্পনা অনুযায়ী সুবিধাজনক সময় পর্যন্ত অর্থ ডিপোজিট করে আকর্ষণীয় মুনাফা অর্জন করতে পারবেন উদ্যোক্তার। তারা সমৃদ্ধ করতে পারবেন তাদের ভবিষ্যত।

এসএমই উপার্জন স্কিম
ব্যক্তির সুন্দর ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে জীবন বীমা সুবিধাসহ বিশেষায়িত ডিপোজিট স্কিম ‘স্বস্তি’ এনেছে লংকাবাংলা।বিশেষ এ স্কিমের আওতায় অ্যাকাউন্টের ম্যাচুরিটি মূল্যের সমপরিমাণ অর্থ বীমা সুবিধায় অন্তর্ভুক্ত থাকবে। ফলে যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় মনোনীত ব্যক্তি পাবে ম্যাচুরিটি মূল্যের পূর্ণ অর্থের নিশ্চয়তা। তাই যেকোন পরিস্থিতিতে ‘স্বস্তি’র সঙ্গে নিশ্চিত করতে পারেন সুরক্ষিত ভাবনাহীন জীবন ।

প্রতিভা
সন্তানের সুন্দর ও সুরক্ষিত ভবিষ্যত নিশ্চিত করতে জীবন বীমার সুবিধাসহ বিশেষায়িত ডিপোজিট স্কিম ‘প্রতিভা’ নিয়ে লংকাবাংলা ফাইন্যান্স রয়েছে আপনার পাশে। স্কিমের আওতায় আপনার সন্তানের ‘প্রতিভা’ অ্যাকাউন্টের ম্যাচুরিটি মূল্যের সমপরিমাণ অর্থ বীমা সুবিধায় অন্তর্ভুক্ত থাকবে। ফলে অভিভাবকের যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সন্তান পাবে ম্যাচুরিটি মূল্যের পূর্ণ অর্থের নিশ্চয়তা। তাই যেকোন পরিস্থিতিতে ‘প্রতিভা’র সঙ্গে নিশ্চিত করুন সুরক্ষিত জীবনের সঠিক বিকাশ।

টিউশন ফি
টিউশন ফি দেয়া সহজ করেছে লংকাবাংলা। প্রতিষ্ঠানটির ভিসা বা মাস্টারকার্ড ব্যবহার করে বাংলাদেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি প্রদান করুন ইজিপে সুবিধার মাধ্যমে, যেকোনো সময়।

অগ্রজ
জীবনের সব ব্যস্ততা শেষে আপনার সম্পর্কগুলো থাকুক অমলিন ও হাসিখুশি। সম্পর্কের এ আনন্দগুলো অমূল্য। অর্থ দিয়ে কেনা যায় না। ভালোবাসা ও পরিকল্পনাই পারে এই বন্ধন প্রাণবন্ত রাখতে। অবসর জীবনের সব ইচ্ছে পূরণ করতে ও নির্ভরশীলতা কমিয়ে স্বাধীনভাবে জীবনযাপনের জন্য পঞ্চাশোর্ধ সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষায়িত ডিপোজিট স্কিম “অগ্রজ” নিয়ে লংকাবাংলা রয়েছে আপনার পাশে। পরিকল্পনা অনুযায়ী সুবিধাজনক সময় পর্যন্ত অর্থ ডিপোজিট করে অতিরিক্ত মুনাফা লাভের পাশাপাশি আছে জমাকৃত অর্থের বিপরীতে ঋণ সুবিধা পাবেন। তাই জীবনের এ মুহূর্তগুলো রঙিন রাখতে আজই বেছে নিন অধিক মুনাফা সম্বলিত বিশেষায়িত ডিপোজিট স্কিম “অগ্রজ” আর জীবনকে করুন স্বাচ্ছন্দ্যময় ভাবনাহীন ও স্বাধীন।

স্বস্তি
আপনার সুন্দর ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে জীবন বীমা সুবিধাসহ বিশেষায়িত ডিপোজিট স্কিম ‘স্বস্তি’ নিয়ে লংকাবাংলা রয়েছে আপনার পাশে। বিশেষ স্কিমের আওতায় আপনার অ্যাকাউন্টের ম্যাচুরিটি মূল্যের সমপরিমাণ অর্থ বীমা সুবিধায় অন্তর্ভুক্ত থাকবে। ফলে যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আপনার মনোনীত ব্যক্তি পাবে ম্যাচুরিটি মূল্যের পূর্ণ অর্থের নিশ্চয়তা। তাই যেকোন পরিস্থিতিতে ‘স্বস্তি’র সঙ্গে নিশ্চিত করুন সুরক্ষিত ভাবনাহীন জীবন।

কুইক সঞ্চয়
ভবিষ্যতের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে, সুবিধাজনক ও দ্রুততম সময়ে সঞ্চিত অর্থ দ্বিগুণ বা তিনগুণ করার বিশেষায়িত ডিপোজিট স্কিম “কুইক সঞ্চয়” নিয়ে লংকাবাংলা রয়েছে আপনার পাশে। ফিক্সড ডিপোজিট ও মাসিক ডিপিএসের সমন্বয়ে বিশেষায়িত এই স্কিমে মাসিক কিস্তি দানের মাধ্যমে প্রাথমিক জমাকৃত অর্থের সর্বোচ্চ মুনাফা নিতে পারবেন স্বল্পতম সময়ে। তাই পরিকল্পনা অনুযায়ী বেছে নিন “কুইক সঞ্চয়”। সমৃদ্ধ করুন আপনার ভবিষ্যত।

ফ্লেক্সি ডিপোজিট
সমৃদ্ধ ও নির্ভাবনাময় ভবিষ্যত নিশ্চিত করতে দৈনিক মুনাফার সুবিধা সম্বলিত বিশেষায়িত স্কিম “ফ্লেক্সি ডিপোজিট” নিয়ে আপনার পাশে রয়েছে লংকাবাংলা। আপনার পরিকল্পনা অনুযায়ী সুবিধামতো সময় পর্যন্ত যেকোনো সময় যেকোনো পরিমাণ টাকা ডিপোজিট করে দৈনিক আকর্ষণীয় মুনাফা লাভ করতে পারবেন। থাকছে বিশেষ প্রয়োজনে জমাকৃত অর্থের বিপরীতে ঝামেলাবিহীন ঋণ সুবিধাও। তাই জীবনের মুহূর্তগুলো আরও সুন্দর, আরও রঙিন করতে বেছে নিতে পারেন দৈনিক মুনাফা লাভের সেরা বিনিয়োগ “ফ্লেক্সি ডিপোজিট”।

Share.