এসিআইয়ের ৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

0

ডভান্সড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের (এসিআই) ৪৭তম বার্ষিক সাধারণ সভা ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে এগারোটায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় সভা।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন।

সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত আর্থিক বছরের জন্য তৈরি কোম্পানীর নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়েছে।

শেয়ারহোল্ডাররা উক্ত অর্থবছরের জন্য ৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা তার উপস্থাপনায় ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন। শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক স্টেক হোল্ডারদের সহযোগীতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কর্মকর্তা কর্মচারীদের প্রচেষ্টা ও অবদানের কথা উল্লেখ করেন।

এসিআই
বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিল্প সংস্থা এসিআই। ওষুধ শিল্প প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করলেও বর্তমানে পশুর ওষুধ, সার, কীটনাশক, কৃষিপণ্য, ভোগ্যপণ্য, খাদ্যপণ্য, নিত্যব্যবহার্য পণ্য, কৃষি ও বাণিজ্যিক যান, মোটরসাইকেল ইত্যাদি খাতে ব্যবসা রয়েছে তাদের।

এসিআই বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত নাম। প্রত্যাশার চেয়ে ভাল ব্যবসা করছে প্রতিষ্ঠানটি।

Share.