লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি “স্পেন্ড মোর, উইন এক্সট্রা” স্পেন্ড ক্যাম্পেইনের পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করেছে। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও এস্কয়ার ইলেকট্রনিকস লিমিটেডের যৌথ পরিচালনায় ক্যাম্পেইনটি গত ৫ সেপ্টেম্বর শুরু হয়েছে, চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
ক্যাম্পেইন চলাকালে লংকাবাংলা ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করে সর্বাধিক খরচ করেছেন এমন প্রথম ১৫ সম্মানিত গ্রাহকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
লংকাবাংলা ফাইন্যান্স ক্রেডিট কার্ড গ্রাহকদের উন্নত পরিষেবা ও আকর্ষণীয় সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সর্বদা এক ধাপ এগিয়ে রয়েছে। লংকাবাংলা ক্রেডিট কার্ড দিয়ে গ্রাহকরা সারাদেশে ছড়িয়ে থাকা নামকরা পার্টনার থেকে কেনাকাটায় আকর্ষণীয় মূল্য ছাড়, অনলাইন ক্রয় সুবিধা, কিস্তিতে বিল পরিশোধ, একটি কিনলে সর্বোচ্চ তিনটি ফ্রি সুবিধা, এয়ারপোর্ট লাউঞ্জ ইত্যাদি সুবিধা উপভোগ করছেন।
প্রতিষ্ঠানটি অদূর ভবিষ্যতে ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য আরও নতুন অভিনব সেবা প্রচলন করবে।
অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের ক্রেডিট কার্ডস প্রধান মোঃ মিনহাজ উদ্দিন বলেন, “আমরা আমাদের গ্রাহকদের সব প্রয়োজনীয়তা অনুভব করি। সবসময় তাদের পাশে থাকার প্রচেষ্ঠায় নানা অফার সাজিয়ে থাকি।” তিনি লংকাবাংলার গ্রাহকদের আন্তরিকতাকে মনের অন্তস্থল থেকে সাধুবাদ জানান।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুরস্কার বিজয়ীদের সঙ্গে লংকাবাংলা ফাইন্যান্সের ক্রেডিট কার্ডস প্রধান মোঃ মিনহাজ উদ্দিন, হিউম্যান রিসোর্স প্রধান মোহাম্মদ হাফিজ আল আহাদ, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন প্রধান মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ক্রেডিট কার্ডস সেলস প্রধান খাজা ওয়াসিউল্লাহ, ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস প্রধান মোঃ রাজীউদ্দিন ও এস্কয়ার ইলেকট্রনিকসের রিটেইল সেলস চ্যানেল প্রধান এম. কে. পলাশ খান উপস্থিত ছিলেন। ♦