এসআইবিএল নতুন তিনটি শাখা উদ্বোধন করেছে

0

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। ২৪ নভেম্বর ২০২০ ভার্চুয়াল প্লাটফর্মে ফরিদপুরের ভাংগা, কুমিল্লার মুরাদনগর ও নোয়াখালীর ছয়ানী বাজারে এসআইবিএল’র ১৬২, ১৬৩ ও ১৬৪তম শাখার উদ্বোধন করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোঃ সিরাজুল হক ও মোঃ সামছুল হক। কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, বিসি অ্যান্ড জিবিডি’র প্রধান আব্দুল মোতালেব ও মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো: মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভার্চুয়াল প্লাটফর্মে এ সময় ব্যাংকের ভাংগা, মুরাদনগর ও ছয়ানী বাজার শাখার ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তি অংশ নেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এসআইবিএল নতুন শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে। মানুষের জীবনমান উন্নয়নে ক্রমাগত কাজ করে চলেছে। দীর্ঘ ২৫ বছরের পথচলায় সোশ্যাল ইসলামী ব্যাংক সবসময়ই প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

Share.