য়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। তাদের সুবিধার জন্য নতুন ফিচার আনবে ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এ মেসেজিং অ্যাপে ইমোজি, অ্যাডভান্সড ওয়ালপেপার যুক্ত হচ্ছে। এর সঙ্গে ‘রিড লেটার’ নামে নতুন আরও একটি ফিচার যোগ হচ্ছে।
তবে বাংলাদেশে এ ফিচার চালু কবে নাগাদ চালু হবে, তা জানা যায় নি।
হোয়াটসঅ্যাপ অ্যাডভান্সড ওয়ালপেপার ফিচার নামে নতুন একটি ফিচার নিয়ে আসছে সংস্থাটি। এ ফিচার ব্যবহারকারীরা সহজে প্রত্যেকটি চ্যাটের জন্য আলাদা ওয়ালপেপার সেট করতে পারবেন। হোয়াটসঅ্যাপের কিছু বেটা ভার্সনে এ ফিচারটি দেখা যাচ্ছে। ব্যবহারকারীরা ৩২টি ব্রাইট ওয়ালপেপার ও ২৯টি ডার্ক ওয়ালপেপারও পাবেন নতুন ফিচারটিতে। এ ছাড়া ব্যবহারকারীরা তাদের ইচ্ছেমতো ওয়ালপেপার তৈরি করতে পারবেন।
ভ্যাকেশন মোড ফিচারের স্থলে রিড লেটার আনছে হোয়াটসঅ্যাপ।
এসব ফিচারের পাশাপাশি রয়েছে একাধিক নতুন ইমোজি। ♦