আজমেরী জেমস হাউজ বিডি ডটকম: অনলাইনে রাশি ও রত্মপাথর

0

ডিজিটাল জমানার হাওয়া লেগেছে জ্যোতিষদের গায়েও। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে রাশি সম্পর্কে বিস্তারিত তথ্য ও রত্মপাথর।

‘আজমেরী জেমস হাউজ বিডি ডটকম’ (www.ajmerigemshousebd.com) ওয়েবসাইটে মিলবে জ্যোতিষশাস্ত্রের সবকিছু। এ ওয়েবসাইটে রত্মপাথর সম্পর্কে আগ্রহীদের জন্য এর দাম ও গুণাগুন বিস্তারিত উল্লেখ করা আছে। এ ছাড়া জ্যোতিষশাস্ত্রবিষয়ক আলোচনা ও নানা আয়োজন নিয়ে সাজানো হয়েছে ‘আজমেরী জেমস হাউজ বিডি ডটকম’।

প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রখ্যাত জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতীর সঙ্গে সাক্ষাতের জন্য ওয়েবসাইটের বুকিং অ্যাপয়েন্টমেন্ট অপশনে কনফার্ম করে যোগাযোগ করা যাবে। এ ছাড়া ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠানটির যে কোনো পেমেন্ট দেওয়া যাবে। মাস্টার কার্ড ও বিকাশে পেমেন্টের সুবিধা রয়েছে।

শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেডের ঠিকানা রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের লেভেল-১, ব্লক-ডি-এর ৭৩ ও ৭৪ নম্বর দোকান।

লিটন দেওয়ান চিশতী বলেন, ‘নতুন বছরের আয়োজন চলছে আমাদের। নতুন বছরের আগেই নতুন সব আয়োজন যুক্ত হবে শেষ দর্শন আজমেরী জেমস হাউজে। গ্রাহকদের সুবিধার জন্য ফেসবুকে নিয়মিত আপডেট, ওয়েবসাইট, ডিজিটাল পেমেন্ট, ইউটিউবে ভিডিও ছাড়াও অনেক কিছু যুক্ত করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানটি আসল রত্মপাথর বিক্রির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থাকলেও এবার নতুন ডিজাইনে ও নানা ধরনের আয়োজন ও সেবা যুক্ত হচ্ছে। কারণ ডিজিটাল বাংলাদেশে মানুষের কাছে পৌঁছানোর সহজ উপায় ডিজিটাল প্ল্যাটফর্ম। ভার্চুয়াল যুগে মানুষ ওয়েবসাইটে প্রতিষ্ঠান ও এর কার্যক্রম সম্পর্কে জানতে চায়, জানতে চায় প্রতিষ্ঠানের কি কি সার্ভিস রয়েছে। পণ্য সম্পর্কে ধারনা নিতে চায় তারা।’ 

Share.