ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু হয়েছে

0

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া বিমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিও আবেদন শুরু হয়েছে ১০ নভেম্বর। চলবে ১৬ নভেম্বর, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

২৩ সেপ্টেম্বর পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪১তম নিয়মিত সভায় ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিওর অর্থ দিয়ে কোম্পানিটি পুঁজিবাজার ও এফডিআরে বিনিয়োগ করবে ও আইপিও খরচ পরিচালনা করবে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১৯৯৯ সালের ১১ নভেম্বর ব্যবসায়িক নিবন্ধন পায়। ২০০০ সালের ১২ জুন কার্যক্রম শুরু করে।

Share.