দেশের জন্য সম্মান বয়ে আনল সালমার দল

0

শারজায় উইমেন্স টি২০ চ্যালেঞ্জ ফাইনালে শিরোপা জিতেছে সালমা খাতুনের দল ট্রেইলব্লেজার্স। গতকাল ফাইনালে ১৬ রানে সুপারনোভাসকে হারিয়ে শিরোপা জেতেন সালমা-স্মৃতি মান্দানারা।

ট্রেইলব্লেজার্সের ৮ উইকেটে করা ১১৮ রানের জবাবে ৭ উইকেটে ১০২ রান তুলতে সমর্থ হয় হারমনপ্রিত-আতাপাত্তুদের সুপারনোভাস।

৪৯ বলে ৬৮ রান করে ট্রেইলব্লেজার্সের ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক স্মৃতি মান্দানা। বোলিংয়ের নেতৃত্বে ছিলেন সালমা। তিন উইকেট নেওয়ার পাশাপাশি একটি রান আউটও করেছেন এ তারকা ক্রিকেটার।

চতুর্থ উইকেটে সুপারনোভাসের দুই ব্যাটসম্যান হারমনপ্রিত কোর ও শশীকলা শ্রীবর্ধনা যখন উইকেটে সেট হয়ে গেছেন, তখন সালমার হাতে বল তুলে দেন অধিনায়ক। শশীকলাকে আউট করে ৩৭ রানের জুটি ভেঙে দলে স্বস্তি ফেরান সালমা।

সালমার অফস্পিনের কার্যকারিতা দেখে উনিশতম ওভারে তার হাতে আবার বল তুলে দেন অধিনায়ক। ওই ওভারে প্রতিপক্ষ অধিনায়ক হারমনপ্রিতকে বোল্ড করাসহ দুটি উইকেট নেন ও বুদ্ধিদীপ্ত ফিল্ডিংয়ে একটি রানআউটও করেন তিনি।

ওই ওভারে ম্যাচের ফল নির্ধারণ হয়ে যায়। এর মধ্য দিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনল সালমার দল।

Share.