করোনা মহামারির কারণে তারা এতদিন ঘরবন্দী ছিলেন। প্রায় সাত মাস বিরতির পর এ নভেম্বরে চলচ্চিত্রের শুটিংয়ে ফিরেছেন ঢালিউডের জয়া আহসান, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম ও পূজা চেরি।
এ অভিনেত্রীরা করোনাকালীন সতর্কতা মেনে শুটিং শুরু করেছেন।
ভারতের পরিচালক মানস মুকুল পালের নতুন ছবির শুটিংয়ে জয়া আহসানের যোগ দেওয়ার কথা ছিল মার্চের শেষে। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় শুটিং বাতিল করতে হয় তার। লকডাউনে বাড়িতে সময় কাটিয়েছেন তিনি। এখন সতর্কতার সঙ্গে কাজ করছেন পিপলু আর খানের একটি সিনেমায়। গণমাধ্যমকে জয়া জানিয়েছেন, নভেম্বরের শুরুতে ঢাকার একটি ছবিতে কাজ শুরু করেছি। হাতে আরও একটি ছবির কাজ আছে। সেগুলো শেষ করে মাসের শেষে যাব কলকাতার ছবির শুটিংয়ে যোগ দিতে। সেভাবেই সব পরিকল্পনা করেছি।
সরকারি অনুদানের চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’ দিয়ে গত মাসে শুটিংয়ে ফিরতে চেয়েছিলেন অপু বিশ্বাস। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাঁর মা শেফালী বিশ্বাস। মাকে হারানোর সে শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। শোক সঙ্গেী করে কাজে ফিরতে হয়েছে অপুকে। বলেন, ‘চা–শ্রমিকের ভূমিকায় অভিনয় দিয়ে কাজ শুরু করেছি। কাজের মধ্যে থাকলে মনটা ভালো থাকবে। শুটিং চলবে টানা কয়েক দিন।’
গত সাত মাস ঘর থেকে বের হননি বিদ্যা সিনহা মিম। বলেন, ‘গত প্রায় ১০ মাস আমি ফিল্মের শুটিং থেকে দূরে। পরিবারের সবার নিরাপত্তার জন্যই কাজ শুরু করা হয়নি। অক্টোবর থেকে স্বল্প পরিসরে কিছু কাজ শুরু করেছি। এখন করোনার সংক্রমণ কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। এ মাসের শেষ সপ্তাহ থেকে শুটিংয়ে ফিরব।’
করোনা নিয়ে প্রথম দিকে ভয়ে ছিলেন পূজা চেরি। এ জন্য শুটিংয়ে ফিরতে চাননি তিনি। তবে গত দুই মাসে সে ভয় কিছুটা কাটিয়ে উঠতে পেরেছেন। এখন শুটিংয়ে ফিরতে চান তিনি। ‘হৃদিতা’ ছবির শুটিং দিয়ে কাজ শুরু করবেন। ♦
(প্রথম আলোর সাহায্য নিয়ে লেখা)