আসছে জানুয়ারিতে মেডিকেল শিক্ষার্থীদের নিয়মিত কিংবা অনিয়মিত বিভিন্ন ব্যাচের প্রফেশনাল পরীক্ষা শুরু হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের গাইড লাইন ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব। তিনি পরীক্ষার্থীদের আন্দোলনে না গিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেওয়ার অনুরোধ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে অন্য শিক্ষাব্যবস্থার মতো চিকিৎসা শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এ শিক্ষাব্যবস্থা ভিন্নধর্মী হওয়ায় বিদ্যমান বিধিতে পরীক্ষা ছাড়া অন্য কোনোভাবে শিক্ষার্থীদের পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়ার সুযোগ নেই।
জানুয়ারির শেষ সপ্তাহ থেকে নিয়মিত কিংবা অনিয়মিত ব্যাচের প্রফেশনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে অন্য প্রফেশনাল পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক জানান, পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের এক মাস আগে শুধু পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে হোস্টেলে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। এ সময়ে নির্দিষ্ট শিক্ষার্থী ছাড়া অন্য কোনো শিক্ষার্থী হলে অবস্থান করতে পারবে না।
বাংলাদেশে বর্তমানে ৩৬ সরকারি ও ৭০ বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালু আছে। চিকিৎসা শিক্ষায় এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের বছরের মে ও নভেম্বর এবং ফেব্রুয়ারি ও আগস্ট- এ দুই টার্মে প্রফেশনাল পরীক্ষা হয়ে থাকে।
একজন মেডিকেল শিক্ষার্থীকে চিকিৎসক হওয়ার আগে চার প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ♦