বন্ডকে রূপান্তরযোগ্য করতে চায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

0

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর পাশাপাশি বন্ডকে রূপান্তযোগ্য (কনভার্টেবল) করতে চায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা থেকে তিন হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর সম্প্রতি ব্যাংকটি ৬০০ কোটি টাকার মুদারাবা পারপিচুয়াল বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোম্পানিটি বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর অর্থাৎ রূপান্তযোগ্য করতে চায়।

এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য বিনিয়োগকারীদের সম্মতি দরকার। এ জন্য আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করা হয়েছে। অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর। 

Share.