ফুটবল কিংবদন্তী ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার

0

রক্ত জমাট বাঁধার কারণে ডিয়েগো ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। বুয়েনোস আইরসের অলিভোস ক্লিনিকে আজ ভোরে (বাংলাদেশ সময়) তার অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকে জানিয়েছেন অস্ত্রোপচার শেষে সাবেক আর্জেন্টাইন অধিনায়কের জ্ঞান ফিরেছে। একটি দুর্ঘটনার কারণে তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে বলে জানান তিনি। ম্যারাডোনা বলেছিলেন, তেমন কোনো দুর্ঘটনা আমার মনে নেই।

৬০তম জন্মদিন পালনের তিনদিন পর সোমবার সাবেক আর্জেন্টাইন অধিনায়ককে ক্লিনিকে ভর্তি করানো হয়। লুকে তখন জানান, নিয়মিত পরীক্ষার জন্য ম্যারাডোনাকে আনা হয়েছে এখানে। গুরুতর কোনো সমস্যা নেই।

ফুটবল কিংবদন্তীর অসুস্থতার কথা জানতে পেরে ভক্তরা জড়ো হন ক্লিনিকের সামনে। অস্ত্রোপচারের সময়টকু তারা কাটিয়েছেন প্রার্থনা করে। এর আগে দুইবার হার্ট অ্যাটাকের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে তার। 

Share.