বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ফুটবল লীগ চলছে

0

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ফুটবল লীগ-২০২০ রোববার শুরু হয়েছে। লীগের উদ্বোধনী দিনে যুব সংঘ, ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রঙ্কস স্টার জয়লাভ করেছে। ওই দিন চারটি খেলা অনুষ্ঠিত হয়।

লীগের উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী।

লীগে ১২ দল অংশ নিয়েছে। দলগুলো হলো যুব সংঘ (এ), যুব সংঘ (বি), ব্রঙ্কস ইউনাইটেড, বিবিএ, সোনার বাংলা এফসি, আইসাব, ব্রঙ্কস স্টার, জ্যামাইকা এফসি, বৈরাগীবাজার এফসি, বেঙ্গল ওয়ারিয়র, টুডোর এফসি ও জলডুপ এফসি।

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের অন্যতম উপদেষ্টা আতাউর রহমান সেলিম ও জুনেদ আহমেদ চৌধুরী, সহ সভাপতি এলিন রহমান, সাধারণ সম্পাদক রশিদ রানাসহ আব্দুল কাদির লিপু, ইয়াকুত রহমান, জহির উদ্দিন জুয়েল, দেলোয়ার হোসেন, মইনুল ইসলাম, শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

একই মাঠে প্রতি সপ্তাহের রোববার লীগের চারটি করে খেলা অনুষ্ঠিত হওয়ার পর কোয়ারর্টার, সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে লীগ চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share.