করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

0

রোনায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ সকাল ১০টার পরে তাঁকে ভর্তি করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বেলেভিউ নার্সিংহোমে। জানা গেছে, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।

হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবারের তরফে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিনেতার জন্য একটি বেডের ব্যবস্থা করার কথা জানানো হয়। পরিস্থিতি স্থিতিশীল হলেও ৮৫ বছরের অভিনেতার শারীরিক পরিস্থিতি কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হচ্ছে।

অভিনেতার পূরবর্তী মেডিক্যাল পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল চিকিৎসকরা কোনো ঝুঁকি নিতে নারাজ। দীর্ঘদিন ধরে সিওপিডির সসম্যা রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। গতবছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন বাংলা চলচ্চিত্রের এ প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। তাই সৌমিত্রের শ্বাসকষ্টের সমস্যা ভাবাচ্ছে চিকিৎসকদের।

টালিগঞ্জে এর আগে করোনার কবলে পড়েছেন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক ও রাজ চক্রবর্তী। ছোটপর্দার একধিক অভিনেতাও করোনার শিকার হয়েছেন।

Share.