লংকাবাংলা ফাউন্ডেশন কুড়িগ্রামের চিলমারী ও উলিপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২২ ও ২৩ সেপ্টেম্বর “খাদ্য সহায়তা কর্মসূচি ২০২০” সম্পন্ন করেছে।
লংকাবাংলা ফাউন্ডেশন চিলমারী উপজেলায় বিভিন্ন চরের এক হাজার পরিবার ও উলিপুর উপজেলায় বিভিন্ন চরের এক হাজার পরিবারের মাঝে ২ হাজারের বেশি খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেছে। খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, সয়াবিন তেল, চিড়া, টোস্ট বিস্কুট, গুড় ও লবণ ছিল।
লংকাবাংলা ফাউন্ডেশন প্রতি বছর তার সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশখাতের উন্নয়নে ভূমিকা রাখে। একইসঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নতির জন্য নানা প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে লংকাবাংলা ফাউন্ডেশন সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ২ হাজার পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের চিফ রিস্ক অফিসার মোহাম্মদ কামরুল হাসান এফসিএ, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল (এডিসি) ও লংকাবাংলা ফাউন্ডেশনের প্রধান মোঃ জাহাঙ্গীর হোসেন, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম, কুড়িগ্রামের বিপিএম সুপারিন্টেন্ডেন্ট মোঃ মহিবুল ইসলাম খানসহ স্থানীয় প্রতিনিধিরা ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। ♦