সময়কে জয় করার নতুন গল্প নিয়ে সিম্ফনি আই৯৯

0

বিশ্ব এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। নিউ নরমালের সঙ্গে খাপ খাইয়ে জীবন এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে। মজার ব্যাপার হচ্ছে আমরা যে যেখানে আছি, যে পেশাতেই আছি আমরা মোটামুটি সময়ের এ চ্যালেঞ্জটা সাফল্যের সঙ্গে পার করে সময় জয়ের নতুন গল্প লিখছি।

আগে যে কাজটি আমরা অফিসে বসে করতাম তা এখন আমরা বাসায় থেকে মোবাইল ফোন কিংবা কম্পিউটারে করছি। আগে যে ছাত্র ছাত্রী স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস করতো তারা এখন ক্লাস করছে বাসায় বসে। যে শিক্ষক ক্লাসরুমে ক্লাস নিতেন তিনি এখন বাসায় থেকে ক্লাস নিচ্ছেন মোবাইল ফোনে। অফিসের মিটিংও হচ্ছে মোবাইল ফোনে।

ফলে অনলাইন ক্লাস বা অফিসের মিটিং- এসবের জন্য প্রয়োজন বড় ডিসপ্লে ও উন্নতমানসম্পন্ন ক্যামেরার স্মার্টফোন। সাধ্যের মধ্যে সময়কে জয় করার নতুন গল্প লিখতে চান যারা, তাদের জন্য সিম্ফনি এনেছে নতুন স্মার্টফোন সিম্ফনি আই৯৯।

২৮২ পিক্সেল ডেনসিটি ও ৬.০৯ এইচডি প্লাস ভি নচ আইপিএস ডিসপ্লের হ্যান্ডসেটটিতে রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১০। ১.৬ গিগাহার্জ অক্টাকর প্রসেসসের সঙ্গে রয়েছে ২জিবি ডিডিআর ফোর র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। চমৎকার ক্যামেরার বড় ডিসপ্লে ও ফোরজি কানেক্টিভিটির কারনে অনলাইন ক্লাস করা বা ক্লাস নেওয়া কিংবা অফিসিয়াল মিটিং হবে অতীতের তুলনায় বেশি সাবলীল। মেমোরি কার্ডে ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।

৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ১৩+২ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা থাকছে সিম্ফনি আই৯৯ ফোনটিতে। ব্যাক ক্যামেরার অ্যাপারচার ১.৯, ফ্রন্ট ক্যামেরার অ্যাপারচার ২.০। ক্যামেরার উল্ল্যেখযোগ্য মোডগুলো হচ্ছে ম্যানুয়াল, ওয়াটার মার্ক, এই আই, প্যানরোমা, টাইম ল্যাপস, বোকেহ, কম্পোজিশন লাইন, টাচিং ফটোগ্রাফি, স্মাইল শাটার, আডিও নোট, ফেস বিউটি, এইচডিআর, কিউ আর কোড, বার্স্ট, মিরর রিফলেকশন, ভলিউম কি ফাংশন, ফিঙ্গার ক্যাপচার, পিকচার সাইজ, কাউন্টডাউন ডিউরেশন ও ফিল্টার্স।

রয়েছে ৩৫০০ এমএএইচ লি পলিমার ব্যাটারি, যা দিয়ে টুজি বা থ্রিজি নেটওয়ার্কে কথা বলা যাবে ২১ ঘন্টা। ফোরজিতে ভিডিও কলিং হবে ৩.৫ ঘন্টা।

সবধরনের মাল্টিমিডিয়া সুবিধাসহ জি সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ছাড়াও হ্যান্ডসেটটিতে রয়েছে মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা।

উল্ল্যেখযোগ্য কিছু ফিচারের মধ্যে রয়েছে স্ক্রিণ রেকর্ডার, ডার্ক মোড, বোথ ক্যামেরা এ আই সিন রিকগনেশন, স্মার্ট কন্ট্রোল ও স্মার্ট জেশচার।

ক্যারিবিয়ান ব্লু, অ্যামাজন গ্রীন, আইরিশ পার্পল ও পারশিয়ান ব্লু- এ চারটি রঙের হ্যান্ডসেটটির দাম ৬,৯৯০ টাকা।

Share.