লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভায় ১২% লভ্যাংশ অনুমোদন

0

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা- এজিএম ডিজিটাল প্ল্যাটফর্মে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ এ. মঈন এতে সভাপতিত্ব করেন। সম্মানিত শেয়ারহোল্ডারদের এজিএমে যোগ দেওয়ার জন্য স্বাগত জানান তিনি।

শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থ বছরে প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ৭.০০% নগদ লভ্যাংশসহ ৫.০০% বোনাস শেয়ার অনুমোদন করে।

বোর্ডের পরিচালক মাহবুব উল আনাম, এম. ফখরুল আলম, স্বতন্ত্র পরিচালক জায়তুন সাইফ ও আবদুল মালেক শমসের সভায় অংশ নেন। অংশ নিয়েছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার ও কোম্পানি সচিব মোস্তফা কামাল এফসিএ।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা ও পারফরমেন্স সম্পর্কে শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Share.