বহুজাতিক রোবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ) ও কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ইউআইপাথ ২২৫ মিলিয়ন মার্কিন ডলারের নতুন বিনিয়োগ পেয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি ছয়বার বড় ফান্ড সংগ্রহ করেছে, যা তাদের বিশ্বের সবচেয়ে দ্রুত সম্প্রসারনশীল আরপিএ প্রতিষ্ঠানে পরিণত করেছে।
নতুন বিনিয়োগের পর প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ বিভিন্ন দেশে হাইপার অটোমেশন ও ক্লাউড সেবা সম্প্রসারণে এগিয়ে নেবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ পরামর্শদাতা সংস্থা অ্যালকিওন ক্যাপিটাল ম্যানেজমেন্ট এ দফায় ফান্ড সংগ্রহে নেতৃত্ব দিয়েছে। এর সঙ্গে ছিল অ্যাকসেল, কোটু, ড্রাগনইয়ার, আইভিপি, মাডরনা ভেঞ্চার গ্রুপ, সেক্যুয়া ক্যাপিটাল, টেনসেন্ট ও টাইগার গ্লোবাল।
ফান্ড ও হিসাব সংক্রান্ত পরামর্শ দিয়েছে টি রো প্রাইস অ্যাসোসিয়েটস।
বর্তমানে ৪০০ মিলিয়নের বেশি পুনগর্ঠিত বার্ষিক রাজস্ব নিয়ে বিশ্বের বর্ধনশীল এন্টারপ্রাইজ সফটওয়্যার কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়েছে ইউআইপাথ।
ফরেস্টারের এক গবেষণা অনুযায়ী, কোভিড-১৯ পরবর্তী বিশ্বে শিল্প ও প্রতিষ্ঠানগুলো সরবরাহ ও মানবকর্মীদের উৎপাদনশীলতার ঝুঁকি কমাতে অটোমেশনে দিকে দ্রুতগতিতে এগিয়ে যাবে। ইউআইপাথ নতুন ফান্ড অটোমেশন গবেষনা ও উন্নয়নে ব্যবহার করবে। বাস্তব অবকাঠামো কিংবা ক্লাউড- যেভাবে গ্রাহকরা ইউআইপাথের সেবা ব্যবহার করতে ইচ্ছুক, তা সাধ্যের মধ্যে সাচ্ছন্দ্য নিশ্চিত করবে।
ইউআইপাথের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল ডাইনস বলেন, “গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ ফান্ড গতি সঞ্চার করবে। পাশাপাশি এক বিলিয়ন নাগরিক ডেভেলপারের কাছে অটোমেশনকে নিয়ে যাবে। এর মাধ্যমে এক সময় সব ব্যবসাই সফটওয়্যার ব্যবসায় পরিণত হবে।”
তিনি আরও বলেন. “করোনা ভাইরাসের সংক্রমণ আমাদেরকে অটোমেশনের গুরুত্ব আরও ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। নতুন পৃথিবীতে খাপ খাইয়ে নিতে ও দ্রুত এগিয়ে যেতে কিংবা ব্যবসা ব্যবস্থাপনা রূপান্তরে গ্রাহকদের সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” ♦