ল্যাব থেকে নয়, প্রাণী থেকে ছড়িয়েছে

0

বিশ্ব ডেস্ক: চীনে নতুন করোনাভাইরাস কোনো ল্যাব থেকে নয়, প্রাণী দেহ থেকে মানুষে সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। গতকাল সংস্থাটি জানায়, ভাইরাসটি খুব সম্ভবত বাদুড় থেকে ছড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফ্যাডেলা চেইব বরাত দিয়ে রয়টার্স জানায়, ভাইরাসটি কীভাবে প্রাণীদেহ থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে তা এখনো স্পষ্ট না। তবে, অবশ্যই মাঝখানে আরও একটা প্রাণী ভাইরাসটির হোস্ট ছিল।

ফ্যাডেলা চেইব বলেন, ‘এখন পর্যন্ত আমাদের হাতে যত তথ্য ও প্রমাণ আছে সেগুলো অনুযায়ী, ভাইরাসটি কোনো প্রাণী দেহ থেকেই ছড়িয়েছে। ল্যাবে ভাইরাসটিকে তৈরি করা হয়নি।’

শুরু থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো করোনাভাইরাসকে চীনের তৈরি ‘জীবাণু অস্ত্র’ হিসেবে দাবি করে। গত ১৪ এপ্রিল চীনের প্রতি পক্ষপাতিত্বের কারণ দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অনুদান বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

Share.