টপটেন গেইনারের শীর্ষে রিপাবলিক ইন্স্যুরেন্স

0

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গতকাল কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২০.২০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২২.২০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রিপাবলিক ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের ৯.১০ টাকা, জিকিউ বলপেনের ৮.৬৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৭.৪২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৭.১৭ শতাংশ, বারাকা পাওয়ারের ৬.০৪ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৪.৬৩ শতাংশ, ইসলামী ব্যাংকের ৪.৩৯ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৩.৭০ শতাংশ ও সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৬৪ শতাংশ বেড়েছে।

Share.