বিশ্ব যেখানে পারস্পারিক সম্মানবোধ ও স্বাস্থ্যবিধি মেনে কোভিড ১৯-এর সঙ্গে লড়ছে, সেখানে বাংলাদেশে কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সম্মুখ যোদ্ধা ও রোগীদের প্রতি ঘটছে কিছু অনাকাঙ্খিত ঘটনা। এ কারণে বাড়ছে করোনায় আক্রান্ত রোগী। সমাজে বিরজা করছে অশান্তি ও অস্থিরতা।
এইতো সেদিন সন্তানেরা করোনা আক্রান্ত সন্দেহে তাদের মাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। কোথাও কোথাও সামাজিকভাবে আক্রান্তদের প্রতি চলছে অন্যায় আচরণ। অন্যদিকে ডাক্তারদের পিটিয়ে মেরে ফেলার ঘটনাও আমাদের চোখে পড়েছে। এ থেকে উত্তরণের পথ কি?
আমরা বিশ্বাস করি, তারুণ্যই বদলে দেবে বাংলাদেশ। সামাজিক ও মানসিক দূরত্ব ভেঙে আনবে সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতি।
সম্মুখ যোদ্ধা ও করোনা আক্রান্তদের প্রতি বিভেদ, হেয়প্রতিপন্ন মূলক আচরণ, বিদ্বেষে বাড়ছে সামাজিক অস্থিরতা ও মানসিক দূরত্ব। তাঁদের বিরুদ্ধে সংঘটিত বৈষম্য ও ঘৃণাচর্চা আমাদের পারস্পারিক সৌহার্দ্য, সহমর্মিতা, আস্থা, বিশ্বাস, সম্প্রীতি ইত্যাদি মূল্যবোধকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
কেন মানুষে মানুষে বিদ্বেষ-বিভেদ এ করোনাকালে?
সম্মুখ যোদ্ধা ও করোনা আক্রান্তদের প্রতি বিদ্বেষ, হেয় প্রতিপন্নমূলক আচরণ ও বিভেদ রুখতে এবং এর ডিজিটাল সমাধানের জন্য আমরা কথা বলবো পুলিশ অফিসার, সাংবাদিক, ডাক্তার, রাজনীতিবিদ ও সংগীত শিল্পীর সঙ্গে।
আশাকরি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
সঙ্গে থাকছেন:
Daisy Sarwar
Former Panel Mayor
Dhaka North City Corporation (DNCC)
Mohammad Ashikur Rahman
Sub Inspector
DB, Noakhali
Dr. Wasih Uddin Ahmed
Assiatant Registrar (Surgery)
Mugda Medical College & Hospital
S.M. Arifuzzaman
Head & Associate Professor, School of Business
Canadian University of Bangladesh
Dr. Refat Al Emon
Registrar, Medicine Unit-VA
Dhaka Medical College Hospital
Solaiman Hossain Shawon
Staff Correspondent
banglanews24.com
Amid Hossain Chowdhury
Singer & Marketing Professional
* Host
Imran Fahad
Founder
Inspiring Bangladesh
সময়: ৬ জুলাই, রাত ৮টা
অনুষ্ঠানটি দেখার জন্য ভিজিট করুন www.facebook.com/events/310785070100415 ওয়েবসাইটটি। ♦