ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আজ শতবর্ষে পা রেখেছে। করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে স্বল্পপরিসরে এ বিশেষ মুহূর্তটি উদযাপন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
করোনা মহামারিজনিত কারণে ঢাবি কর্তৃপক্ষ অত্যন্ত সীমিত কর্মসূচি নিয়ে ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।
শতবর্ষে পদার্পণ কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১১টায় আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণিকক্ষে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে এক অনলাইন আলোচনা শুরু হয়।
আলোচনা সভায় জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম সংযুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. আ স ম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন সংযুক্ত হয়ে বক্তব্য দেন।
১৯২১ সালের ১ জুলাই প্রায় ৬০০ একর জমির ওপর গড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাকালে তিন অনুষদ, ১২ বিভাগ ও তিন আবাসিক হল নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। প্রথম শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৮৭৭ জন। শিক্ষক ছিলেন ৬০ জন। ♦