সুশিক্ষা ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাস (কভিড-১৯) এর মহামারি পরিস্থিতিতে খেটে খাওয়া দিনমজুর মানুষের পরিবারের মধ্যে খাদ্যনসামগ্রী বিতরণ করেছে লিডিং ইউনিভার্সিটির সোস্যাল সার্ভিসেস ক্লাব।
এসময় ক্লাবটির Stand Together for Humanity: To Fight Against Covid-19 নামক এক অনন্য আয়োজনের মাধ্যমে একটি পর্যায়ক্রমিক প্রচেষ্টায় তহবিল সংগ্রহের মাধ্যমে কিছু মধ্যমবিত্ত, নিম্নমধ্যমবিত্ত ও সমাজের খেটে খাওয়া দিনমজুর মানুষের পরিবারের মধ্যেম চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করে।
আয়োজনে সহযোগিতা করার জন্যজ লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিককে ধন্যবাদ জানান ক্লাব উপদেষ্টা মিসেস রুম্পা শারমীন।
এ সময় তিনি বলেন, কাউকে বিব্রত বা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন নয় বরং মানবতার কথা বিবেচনা করেই লিডিং ইউনিভার্সিটির সোস্যাল সার্ভিসেস ক্লাবের এ ক্ষুদ্র প্রচেষ্টা।