সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে গিয়ে ব্যাপক মাত্রায় বেড়েছে অর্থনীতির ডিজিটাইজেশন। এ সুযোগে ব্যবসা বাড়িয়েছে ইন্টারনেটভিত্তিক কোম্পানিগুলো। এতে করে বড় ধরণের এমন রদবদল ঘটে গেছে ধনীদের তালিকায়ও।
যেমন আলিবাবা সংস্থার প্রতিষ্ঠাতা জ্যাক মা আর চীনের ধনীতম ব্যক্তি নন। জায়গাটি নিজের করে নিয়েছেন টেনচ্যান্ট হোল্ডিংস লিমিটেডের পোনি মা। ৫০০০ কোটি ডলার মূল্যের সম্পত্তি নিয়ে জ্যাক মাকে ছাড়িয়ে গেছেন পোনি মা। জ্যাক মা-র সম্পত্তির পরিমাণ ৪৮০০ কোটি ডলার।
টেনচ্যান্ট মূলত একটি কম্পিউটার গেম নির্মাণকারী প্রতিষ্ঠান। ২০১৮ সালে পোনি মার সংস্থা টেনচ্যান্টকে নতুন অনলাইন গেম বানাতে নিষেধ করে চীনের সরকার। কিন্তু করোনা মহামারীর সময় অনলাইন গেমের চাহিদা বৃদ্ধি পায়। লকডাউনে ঘরবন্দি থাকায় অনেকেই অনলাইন গেম খেলে সময় কাটাচ্ছেন। এ কারণে টেনচ্যান্টের ব্যবসার পরিধি বেড়েছে। সে সঙ্গে বাড়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম। চীনের সবচেয়ে দামি কোম্পানি হিসাবে আলিবাবাকে টপকে ওই সংস্থা উঠে আসে এক নম্বরে।
চীনের ধনীতমদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন ৪০ বছর বয়সী কলিন হুয়াং। পিনডুওডুও নামে এক শপিং অ্যাপ সংস্থার মালিক কলিনের সম্পত্তির পরিমাণ ৪৩০০ কোটি ডলার। অর্থাৎ তিন লাখ কোটি টাকার বেশি।
২০১৯ সালে পিনডুওডুও কোম্পানির মূল্য বেড়েছে তিনগুণ। গত রোববার সংস্থাটির মূল্য জ্যাক মার আলিবাবাকেও ছাড়িয়ে গিয়েছিল। ফোর্বস ম্যাগাজিনের রিয়েল টাইম বিলিওনেয়ার্স ইনডেক্সে দেখা যায়, গত শুক্রবার কলিন হুয়াংয়ের পিনডুওডুও সংস্থার শেয়ারের দাম বেড়েছিল ছয় শতাংশ। নাসড্যাকে তার দাম উঠেছিল ৮৭.৫৮ ডলার পর্যন্ত। ♦