আইটি শিক্ষকদের ইভিএম বিষয়ক প্রশিক্ষণ শুরু

0

লেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরিচালনায় দক্ষ জনবল তৈরিতে প্রতি উপজেলায় ১০ আইটি শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনছে নির্বাচন কমিশন।

এ লক্ষে অনলাইনে ইভিএম বিষয়ে ট্রেনিং অব মাস্টার্স ট্রেইনার্স ও প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) শুরু হয়েছে।

আজ নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের (ইটিআই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসির নিজস্ব ও এনআইডি উইংয়ের কর্মকর্তাদের পাশাপাশি মাঠ পর্যায়ের তথ্যপ্রযুক্তির শিক্ষকদের নিয়ে প্রশিক্ষক প্যানেল তৈরি করা হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা মঙ্গলবার এ প্রশিক্ষণ উদ্বোধন করেন। এ সময় অন্য নির্বাচন কমিশনাররা অংশ নেন।

ইটিআই জানিয়েছে, আগামী স্থানীয় সরকার নির্বাচনও বড় পরিসরে ইভিএমে করার চিন্তাভাবনা করছে কমিশন। এজন্য অনেক প্রশিক্ষকের প্রয়োজন হবে, যা ইসির নিজস্ব কর্মকর্তাদের দিয়ে পূরণ করা সম্ভব হবে না।

“নিজস্ব কর্মকর্তাদের পাশাপাশি তথ্য প্রযুক্তিসম্পন্ন শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কাজটি আজ থেকে শুরু হচ্ছে। প্রতি উপজেলা থেকে আইটি জ্ঞান সম্পন্ন ১০ জন করে শিক্ষক ও ইসির নিজস্ব কর্মকর্তা মিলিয়ে ৫৭৯০ জনের প্রশিক্ষক প্যানেল তৈরি হবে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

প্রশিক্ষিত কর্মকর্তাদের একটি তালিকা ডেটাবেজে থাকবে। তালিকা থেকে ভবিষ্যতে যে কোনো নির্বাচনে প্রশিক্ষকদের কাজে লাগনো হবে।

Share.