আমেরিকা-চীন যৌথ প্রযোজনায় করোনাভাইরাসের সংক্রমণের শুরুর দিকের নানা ঘটনা নিয়ে তৈরি করা হচ্ছে ডকুমেন্টারি ফিল্ম ‘উহান! উহান!’
‘আইপি ম্যান’ খ্যাত হংকংয়ের মার্শাল আর্ট তারকা ডনি ইয়েন এ ছবিতে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। অস্কারজয়ী ডোনা গিগলিওট্টি থাকছেন প্রযোজক হিসেবে। সহ-নির্মাতা হিসেবে থাকছেন চীনের ডকুমেন্টারি নির্মাতা গং চেং ও ইয়ং চাং।
নির্মাতারা উহানে শুটিং শুরু করে দিয়েছেন। ৩০ সদস্যের প্রোডাকশন টিম নিয়ে কাজ চলছে। করোনার সম্মুখ যোদ্ধাদের সত্য ঘটনাগুলো তুলে ধরা হবে এ ছবিতে।
ছবির একটি চরিত্র হবে একজন সেচ্ছাসেবী ড্রাইভারের, যিনি স্বাস্থ্য-কর্মীদের বিনামূল্যে বহন করেন। থাকবেন একজন ব্লগার যিনি রোগীদের ওষুধ সরবরাহ করেন, সাইকোথেরাপিস্ট যিনি আক্রান্তদের মনোবল বাড়াতে কাউন্সেলিং করেন, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপক ৮ জন, এক দম্পতি যারা প্রাইভেট ক্লিনিক চালান ও ইমার্জেন্সি রুমের চিকিৎসকরা যারা রোগীর জীবন বাঁচানোর চেষ্টায় লড়াই করেন।
চরিত্রগুলোর ৩৬ ঘণ্টার গল্প দেখানো হবে সিনেমায়।
‘উহান! উহান!’ প্রযোজনা করছে ইউনি-ফিল্ম, এসএ ইনকর্পোরেশন, স্টারলাইট মিডিয়া ইনকর্পোরেশন ও চাংশেং ফিল্ম অ্যান্ড টেলিভিশন।
স্টারলাইট মিডিয়া থেকে পিটার লুও ও হুয়ান লি থাকছেন প্রযোজক হিসেবে। ♦