ভারতে বেকায়দায় চীনা ফোন ব্র্যান্ডের স্থানীয় প্রধানরা

0

আইটি ডেস্ক: চীন-ভারত সীমান্ত উত্তেজনার প্রভাব পড়েছে ভারতের মোবাইল ফোন খাতেও। টুইটারে সমালোচনার মুখে পড়তে হচ্ছে চীনা মোবাইল ফোন ব্র্যান্ডের ভারত কার্যালয়ের স্থানীয় প্রধানদের।

প্রচারণা চালাতেও হিমশিম খাচ্ছেন ভারতের শাওমি ও রিয়েলমি প্রধানরা। সম্প্রতি শাওমি ইন্ডিয়ার প্রধান মানু কুমার জেইনকে টুইটারে “চীনা পণ্য বর্জন” করতে বলেছেন বহু ভারতীয়। অনেক ব্যবহারকারী আবার কিছুদিনের জন্য তাকে চুপ থাকারও পরামর্শ দিয়েছেন। অনেকটা একই পরিস্থিতির শিকার রিয়েলমি ইন্ডিয়ার প্রধান মাধব শেঠ-কেও।

নতুন মি বুকের বিক্রির সময় জানাতে টুইটারে হাজির হয়েছিলেন শাওমি ইন্ডিয়ার প্রধান নির্বাহী মানু কুমার জেইন। তারিখের ব্যাপারে জানাতে না জানাতেই রোষের মুখে পড়েন তিনি।

২৫ জুন রিয়েলমি এক্স৩ ও রিয়েলমি এক্স৩ সুপারজুম স্মার্টফোনের ব্যাপারে টুইট করেন রিয়েলমি প্রধান নির্বাহী মাধাব শেঠ। তাকেও “চীনা পণ্য বর্জন” করতে বলেছেন বহু ভারতীয়। ওই টুইটের জবাবে আকশাত শুকলা নামের এক টুইটার ব্যবহারকারী লেখেন, “তোমরা চীনা ব্র্যান্ড”।

তিনি আরও যোগ করেন, “চীনা সৈন্যদের সঙ্গে সাম্প্রতিক ইস্যুর পর আমি রিয়েলমি, রেডমি, অপ্পো, ভিভোর মতো চীনা ব্র্যান্ডের কোনো স্মার্টফোন কিনবো না। এর চেয়ে বরং আমি ফিচার ছেড়ে দিয়ে হলেও স্যামসাং ব্যবহার করব।”

এরই মধ্যে ‘কারিগরি ত্রুটির’ দোহাই দিয়ে ভারতে নিজেদের ৫জি ফোনের লাইভস্ট্রিম বাতিল করেছে অপ্পো।

চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলো আরও সতর্ক পন্থা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন ব্র্যান্ডগুলোর সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র। ভারতীয় মোবাইল ফোন বাজারে এখনও আধিপত্য বিস্তারের অবস্থানেই রয়েছে চীনা ফোন ব্র্যান্ডগুলো।

সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় ‘লাইন অফ অ্যাকচুয়াল কনট্রোল’ (এলএসি) এর কাছে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত ও ৭৬ জন আহত হন বলে জানিয়েছে ভারতীয় বাহিনী।

Share.