তানভীর হাসান, এফসিএ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডে (এমএফএল) মহাব্যবস্থাপক (ফাইন্যান্স, অ্যাকাউন্টস, ট্রেজারি) ও কোম্পানি সচিব হিসেবে যোগ দিয়েছেন।
মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডে যোগদানের আগে তিনি সিভিসি ফাইন্যান্স লিমিটেডে প্রায় সাড়ে তিন বছর সময় প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিব পদে কর্মরত ছিলেন।
হাসান ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে প্রায় ৮ বছর আইসিসি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে, আজিজ হালিম খায়ের চৌধুরীর চাটার্ড একাউন্টেন্সি ফার্মেও নানা পদে কর্মরত ছিলেন।
ফাইন্যান্স, অ্যাকাউন্টস, আইসিসি, অডিট ও সেক্রেটারিয়াল পদে তানভীর হাসানের রয়েছে দীর্ঘ ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা। ♦