মহামারী এখন বিপজ্জনক পর্যায়ে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

এক দিনে দেড় লাখ নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলছে, কোভিড-১৯ মহামারী এখন বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

গতকাল জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে থেকে এক ভার্চুয়াল সংবাদ সংম্মেলনে সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, “বিশ্ব এখন নতুন ও বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে। ভাইরাসটি এখনও দ্রুত গতিতে বিস্তার লাভ করছে। বিশ্বের বেশিরভাগ মানুষ এখন ঝুঁকিতে।”

গত বৃহস্পতিবার একদিনে ১ লাখ ৫০ হাজার নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছে ডব্লিওএইচও।

বিশ্বে এখন পর্যন্ত ৮৬ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে সাড়ে ৪ লাখের বেশি মানুষ মারা গেছে।

ইউরোপকে বিপর্যস্ত করে নতুন করোনাভাইরাসে নাকাল এখন দুই আমেরিকা মহাদেশ। সবচেয়ে ২২ লাখ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, তার পরের স্থানে রয়েছে ব্রাজিল ১০ লাখের বেশি রোগী নিয়ে।

দক্ষিণ এশিয়ায়ও দ্রুত গতিতে রোগী বাড়ছে।

Share.