সুস্বাস্থ্য ডেস্ক: বেলজিয়ামের ইউরোলজিস্ট অন্তোনো সাসিন। বয়স ৫৮ বছর। কাজ করেন ব্রাসেলসের ডেল্টা চিরেক হাসপাতালে। এখানে কাজ করার সময়ই তিনি ও তাঁর দলের সহকর্মীরা করোনাভাইরাসে আক্রান্ত হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তিন সপ্তাহ কোমায় থেকে ফিরে এসেছেন তিনি। হাসিমুখে ফিরে গেছেন বাড়ি।
বেলজিয়ামের এই চিকিৎসকের করোনা জয় করে কোমা থেকে ফিরে আসার অবিশ্বাস্য গল্প শোনাল বার্তা সংস্থা রয়টার্স। হাসপাতালের কক্ষে বসে গত মঙ্গলবার অন্তোনো সাসিন বলছিলেন, ‘আমি আমার জীবনের শেষ দেখতে পাচ্ছিলাম। ভাবছিলাম, আমি মরে যাচ্ছি। আমি আর কখনোই জাগতে পারব না।’
এই চিকিৎসক জানালেন, কোমায় থাকলেও করোনার বিরুদ্ধে লড়ে যাওয়ার ইচ্ছা তাঁর মনে ছিল। কোমায় থাকা অবস্থায় তাঁর প্রয়াত বাবার মুখ ভেসে ওঠেছে। তাঁর সঙ্গে কথোপকথন চলেছে। তাঁর ভাষায়, ‘আমি আমার বাবাকে দেখলাম। তিনি চার বছর আগেই মারা গেছেন। আমি তাঁর সঙ্গে কথা বললাম। জেগে ওঠে আমি যখন আমার বন্ধুদের মুখগুলো দেখলাম, এটা আমার জীবনের সেরা আনন্দের মুহূর্ত। এটা ছিল অবিশ্বাস্য।’ পরিবারের সবার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার কথা জানান তিনি।
সর্বশেষ খবর হলো, স্ত্রীর সঙ্গে বাড়িতে ফিরে গেছেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর থেকে তাদের সঙ্গে তাঁর আর দেখা হয়নি। অনেক দিন পর প্রিয়জনদের দেখতে পেয়ে আনন্দে আত্মহারা তিনি।
বেলজিয়ামে ৩৮ হাজার ৪৯৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৫ হাজার ৬৮৩ জন। এমন পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থা থেকে একজন চিকিৎসকের জীবনে ফেরার গল্প আশার ও অনুপ্রেরণার।