সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর কোভিড–১৯ পজিটিভ এসেছে। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন কামাল লোহানীর মেয়ে ঊর্মি লোহানী। করোনায় আক্রান্ত কামাল লোহানী ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদ্রোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছেন।
ঊর্মি লোহানী জানিয়েছেন, কামাল লোহানীর শারীরিক অবস্থার অবনতি ঘটায় ১৭ জুন সকালে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। আজ কোভিড টেস্টের ফল হাতে পেয়েছেন তাঁরা।
ঊর্মি লোহানী জানান, কামাল লোহানী অনেক দিন ধরেই ফুসফুস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। শুরুতে লকডাউনে চিকিৎসা করাতে বেশ সমস্যায় পড়তে হয়েছে। হাসপাতালে নেওয়ায় সমস্যা ছিল। টেলিফোন চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতে রেখে চিকিৎসা করানো হচ্ছিল। কিন্তু অবস্থা গুরুতর হয়ে পড়লে ১৮ মে তাঁকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে ২ জুন তাঁকে বাসায় নেওয়া হয়। পরে আবার ভর্তি করাতে হয়েছে।
কর্মজীবনে কামাল লোহানী দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
উদীচী শিল্পী গোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা কামাল লোহানী বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুবার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ও ছায়ানটের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এ গুণী ব্যক্তিত্ব। ক্রান্তি শিল্পী গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। ♦