শুরু থেকে চোট আর্সেনালের পিছু নিলেও গোলরক্ষক বার্নড লেনো ছিলেন বিশ্বস্ত দেয়াল হয়ে। কিন্তু দাভিদ লুইসের একাধিক ভুলের চড়া মাশুল শেষ পর্যন্ত দিতে হয়েছে দলটিকে। রাহিম স্টার্লিং, কেভিন ডে ব্রুইনে ও ফিল ফোডেনের গোলে পুনরায় শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে শুভসূচনা পেয়েছে ম্যানচেস্টার সিটি।
নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গতকাল ৩-০ গোলে জেতে সিটি। ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পেপ গুয়ার্দিওলার দলটি। ৪০ পয়েন্ট নিয়ে নবম স্থানে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৮২।
করোনাভাইরাসের থাবায় স্থগিত থাকা প্রিমিয়ার লিগ ১০০ দিন পর অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড ম্যাচ দিয়ে মাঠে ফিরল বুধবার রাতে। ‘গোললাইন প্রযুক্তি বিতর্কের পর’ গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি। যথারীতি খেলা হয়েছে দর্শকশূন্য মাঠে। ৩০০ জনকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। ছিল না কোনো বল বয়।
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করেন দুই দলের খেলোয়াড়রা। আর করোনাভাইরাসের কারণে প্রাণ হারানোদের জন্যও নিরবতা পালন করা হয়। ♦