যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১,৪৩৩ জনের মৃত্যু

0

বিশ্ব ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে ১ হাজার ৪৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্য বেড়ে মোট ৪২ হাজার ৯৪ জনে দাঁড়ালো।

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের ও আক্রান্তের এ সংখ্যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি। সোমবার জনস হফকিন্স ইউনিভার্সিটি সর্বশেষ এ তথ্য জানায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটি জানায়, বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট শুরু হওয়ার পর থেকে কোভিড-১৯ ভাইরাসে যুক্তরাষ্ট্রের আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৭ লাখ ৮৪ হাজার জনে দাঁড়িয়েছে।
দেশটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র নিউইয়র্ক অঙ্গরাজ্য কোভিড-১৯ ভাইরাসের ‘চরম থাবা’ থেকে বেরিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

এ অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রিউ কোমো সোমবার জানান, আগের ২৪ ঘণ্টায় সেখানে করোনাভাইরাসে ৪৭৮ জন প্রাণ হারিয়েছিল। দুই সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে এ সংখ্যা সর্বনিম্ন।

Share.