আকর্ষণীয় মূল্য ছাড়ে স্যামসাং গ্যালাক্সি ডিভাইস

0

রোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে, মানুষকে ঘরে থাকতে ও সামাজিক দূরত্ব মনে চলার নির্দেশ দেয়া হয়েছে। এ বিধি-নিষেধের কারণে মানুষের প্রযুক্তি নির্ভরতা বেড়ে গেছে, বিশেষ করে স্মার্টফোনের ব্যবহার বেড়েছে। সদ্য সংবাদ থেকে বিনোদন প্রাপ্তি- সবকিছুই এখন মানুষ স্মার্টফোনের মাধ্যমে পাচ্ছে। অর্থাৎ এমন পরিস্থিতিতে স্মার্টফোন মানুষকে বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত রাখছে।

তাই সাশ্রয়ী দামে ক্রেতাদের স্মার্টফোন কেনার সুবিধা দিতে স্যামসাং বাংলাদেশ নির্ধারিত গ্যালাক্সি ডিভাইসে দিচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। প্রতিষ্ঠানটি গ্যালাক্সি এ সিরিজের নির্ধারিত স্মার্টফোনগুলোয় এ ছাড় সুবিধা দিচ্ছে।

নান্দনিক স্ক্রিন ও দুর্দান্ত পারফরম্যান্সের গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলো সাশ্রয়ী দামের মধ্যে গ্রাহকদের প্রয়োজনের কথা বিবেচনা করেই নকশা করা হয়েছে। স্মার্টগুলো সবার জন্য-কারণ নান্দিকতা সবার পছন্দ।

ক্রেতারা নির্বাচিত কিছু রিটেইল স্টোর অথবা গ্যালাক্সিশপবিডি.কম থেকে গ্যালাক্সি এ সিরিজ ডিভাইসগুলো কিনতে পারবেন।

ক্রেতারা ৬০০ টাকা ছাড়ে ৬,৯৯০ টাকায় গ্যালাক্সি এ২ কোর, ৫০০ টাকা ছাড়ে ১৫,৪৯৯ টাকায় গ্যালাক্সি এ২০এস (৩/৩২ জিবি), ৫০০ টাকা ছাড়ে ১৬,৯৯৯ টাকায় গ্যালাক্সি এ২০এস (৪/৬৪ জিবি), ১,০০০ টাকা ছাড়ে ১৮,৯৯৯ টাকায় গ্যালাক্সি এ৩০এস (৪/৬৪ জিবি), ১,০০০ টাকা ছাড়ে ২০,৯৯৯ টাকায় গ্যালাক্সি এ৩০এস (৪/১২৮ জিবি) ও স্যামসাংয়ের জনপ্রিয় দুটি ডিভাইস- ২২,৯৯০ টাকায় (৪,০০০ টাকা ছাড় পাওয়ার পরে) গ্যালাক্সি এ৫০ (৪/৬৪ জিবি) এবং ২৭,৫৯৯ টাকায় (১,০০০ টাকা ছাড় পাওয়ার পরে) গ্যালাক্সি এ৫০এস (৬/১২৮ জিবি) কিনতে পারবেন। এছাড়া ক্রেতারা ৩,০০০ টাকা ছাড় সুবিধায় স্যামসাংয়ের মিড রেঞ্জের গ্যালাক্সি এম৪০ ক্রেতারা কিনতে পারবেন ২১,৪৯০ টাকায়।

ক্রেতারা এ অফারটি উপভোগ করতে পারবেন ৩০ জুন পর্যন্ত।

স্যামসাং
রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিকস টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর ও এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখছে।

Share.