এবার কম দামে করোনা ভ্যাকসিন আনার ঘোষণা

0

মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি রেফানার সঙ্গে করোনা ভ্যাকসিন প্রস্তুতিতে মাঠে নামল ভারতীয় সংস্থা প্যানাসিয়া বায়োটেক লিমিটেড। খবর রয়টার্স’র।

জানা গেছে, প্রায় ৫০০ মিলিয়ন ভ্যাকসিন ডোজ তৈরির পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন প্যানাসিয়ার পরিচালক রাজেশ জৈন। আগামী বছরের প্রথম দিকে ৪০ মিলিয়নের বেশি ডোজ পাওয়া যাবে বলে আশাবাদী। এ খবরের পরে প্যানাসিয়ার শেয়ারগুলো ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জের ট্রেডিংয়ে ২০ শতাংশ বেড়ে যায়।

দেশটির সব মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে কম দামে তা বাজারে আনার পরিকল্পনা চলছে। মানুষের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল সফল হলে আগামী বছরের শুরুতে প্রাথমিকভাবে চার কোটি ভ্যাকসিনের ডোজ কোম্পানি বাজারে নিয়ে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতের নামী ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে প্যানাসিয়া বায়োটেক। দিল্লি ছাড়া আরও পাঁচটি রাজ্যে এ কোম্পানির রিসার্চ ইউনিট রয়েছে।

সংস্থাটি সার্স-কোভ-২ ভাইরাল স্ট্রেন নিষ্ক্রিয় করে ইনঅ্যাক্টিভেটেড কোভিড ভ্যাকসিন তৈরি করছে। রাজেশ জৈন বলেন, এ পদ্ধতিতে তৈরি ভ্যাকসিন অনেক নিরাপদ। রোগীর শরীরে দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। এ উদ্যোগে আমাদের সাহায্য করছে রেফানা। দুই কোম্পানির মিলিত প্রয়াসে আগামী বছরের শুরুতে ভ্যাকসিন চলে আসবে ভারতের বাজারে।

Share.