স্কুল-কলেজের নির্বাচন নিয়ে নতুন নির্দেশনা

0

রোনা ভাইরাস সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচন স্থগিত করা হয়েছিল। এ নির্বাচন নিয়ে এখন নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

যেসব প্রতিষ্ঠান কমিটির নির্বাচন হয়ে গেছে কিন্তু সভাপতি নির্বাচন হয়নি, সেসব প্রতিষ্ঠানকে সভাপতি নির্বাচন শেষ করতে বলা হয়েছে। আর যেসব প্রতিষ্ঠান কমিটির ও সভাপতির উভয় নির্বাচন স্থগিত আছে, তাদের এডহক কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছে ঢাকা বোর্ড।

গতকাল বোর্ড থেকে এ সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করা হয়েছে।

বোর্ড থেকে জারি করা একটি নির্দেশনায় বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচন সম্পন্ন হয়েছে, কিন্তু সভাপতি নির্বাচন সম্পন্ন হয়নি, সেসব প্রতিষ্ঠান সভাপতি নির্বাচন শেষ করে আগামী ৭ দিনের মধ্যে বোর্ডে দাখিল করতে হবে।

জানা গেছে, ২০০৯ সালে জারি করা সংশোধিত প্রবিধানমালা অনুসারে নির্বাচন সম্পন্ন করতে হবে।

Share.