বলিউড অভিনেতা বরুণ শর্মার ম্যানেজার দিশা সালিয়ান আত্মহত্যা করেছেন। তিনি সুশান্ত সিং রাজপুতেরও ম্যানেজার ছিলেন।
মুম্বাইয়ের একটি চৌদ্দতলা ভবনে থাকতেন দিশা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বেডরুমের জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। এর আগে তিনি বন্ধুদের সঙ্গে রাতের খাবার খেয়েছেন। দিশার বাড়ি থেকে এখন পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, দিশার প্রেমিক রোহন রাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।
দিশার মৃত্যুতে ইনস্টাগ্রামে বরুণ শর্মা লিখেছেন, ‘ভাষা হারিয়ে ফেলেছি। অবশ লাগছে। অবাস্তব লাগছে। কত স্মৃতি। দারুণ একজন মানুষ ও ভালো বন্ধু। সবসময়ে হাসি লেগে থাকতো মুখে। কত মায়া ছিল। অনেক মনে পরবে। প্রার্থনা। এখনও বিশ্বাস হচ্ছে না দিশা চলে গেছে। অসময়ে চলে গেছে।’
সুশান্ত সিং রাজপুত লিখেছেন, ‘ভেঙ্গে পড়ার মতো খবর। দিশার পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা। তার আত্মা শান্তি পাক।’
দিশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সোনাক্ষী সিনহা, মৌনী রায়, হুমা কুরেশিসহ অনেক বলিউড তারকা। ♦