প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ফারিয়া

0

হেলা মার্চ দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে আংটিবদল করেছেন নুসরাত ফারিয়া। হবু বরের নাম রনি রিয়াদ রশীদ।

সম্প্রতি আংটি বদলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ফারিয়া জানান, বাগদানের মধ্য দিয়ে তাদের ৭ বছরের প্রেমের সম্পর্ক পূর্ণতা পাচ্ছে। পাশে থাকার জন্য পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

করোনাভাইরাস সঙ্কট কেটে গেলেই ভালো দিনক্ষণ দেখে শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন তারা।

ঢাকায় জন্ম নেওয়া রনি রশীদ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে স্নাতক ও হার্ভার্ড বিজনেস স্কুল থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

পড়াশোনা সম্পন্ন করে ২০০৮ সালে দেশে ফিরে এক্সনমবিল করপোরেশনের অর্থ ব্যবস্থাপক হিসেবে চাকরি জীবন শুরু করেন। বর্তমানে গ্রামীণফোন আইটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ও স্যামিট কমিউনিকেশন লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি আরেক টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব সামলাচ্ছেন।

রনির বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে তার শৈশবের কয়েক বছর কেটেছে সৌদি আরবের রিয়াদে। মাঝে কয়েক বছর কেটেছে লন্ডনে। স্থানীয় হলিফিল্ড স্কুলে টেন গ্রেড পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি।

ফারিয়ার পরিবারের সঙ্গে বেশ আগে থেকে তার পরিবারের সখ্যতা ছিল। দুই পরিবারের পছন্দে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।

Share.