কোহলির কাছ থেকে শেখা উচিত পাকিস্তানি অধিনায়কের

0

ন্তর্জাতিক ক্রিকেটে নিজের একটি শক্ত জায়গা করে ফেলেছেন পাকিস্তান ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম। শুধু তা-ই নয়, এরই মধ্যে অনেকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গেও তুলনা করতে শুরু করেছেন বাবরকে।

অনেকে আবার ভবিষ্যদ্বাণীও করছেন যে, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তিন ফরম্যাটে কোহলিকে ছাড়িয়ে যাবেন বাবর। তবে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান আমির সোহেল মনে করেন, বাবরের এখনও কোহলির কাছ থেকে অনেক শেখার রয়েছে।

বিশেষ করে খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই বেশ শান্ত গোছের ক্রিকেটার বাবর। কিন্তু অধিনায়ক হিসেবে তার কাছ থেকে আরও আগ্রাসন আশা করেন আমির সোহেল। বাবর যা চাইলে শিখতে পারেন কোহলির কাছ থেকে। যাতে করে দলের মধ্যে নিজের একটা বাড়তি প্রভাব সৃষ্টি হয়।

কোহলির আগ্রাসী মনোভাবের কথা তুলে ধরে আমির আরও বলেন, ‘তাদের (কোহলি ও বাবর) দুজনের প্রায় একই গুণাবলি রয়েছে। তবে কোহলিকে মাঠে বেশি আগ্রাসী দেখা যায়। কিন্তু বাবর থাকেন শান্ত। হয়তো কোহলি বাইরে থেকে আগ্রাসন দেখায় কিন্তু ভেতরে আসলে শান্তই থাকে। আমি মনে করি, বাবরেরও এমন আগ্রাসন দেখানো উচিৎ মাঠে। সে ব্যাটিং দিয়ে বোলারদের শাসন করে, সাথে যদি আগ্রাসনও নিয়ে আসে, তাহলে তার জন্যই ভালো হবে।’

Share.