পুঁজিবাজারের লেনদেন কিছুটা বেড়েছে, সঙ্গে শেয়ারের মূল্য সূচকও। সপ্তাহের প্রথম দিন আজ প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিন ছিল ৪২ কোটি ৯১ লাখ টাকা।
বৃহস্পতিবারের লেনদেন ছিল ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম। এর আগে সর্বনিম্ন লেনদেন ছিল ২০০৭ সালের ২৪ এপ্রিল; ৪০ কোটি ৩৯ লাখ টাকা।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৬১ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৬০ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২১ শতাংশ বেশি।
সিএসইতে ৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪ কোটি ৫৯ লাখ টাকা কম। ♦