সুশিক্ষা ডেস্ক: আন্তর্জাতিক তত্ত্বীয় পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘ম্যাটার ম্যাটারস’ নামের একটি দল দেশসেরা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আরও ৯টি দল শীর্ষ ২৭ দলে স্থান করে নিয়েছে। ‘ম্যাটার ম্যাটারস’ দলটির অবস্থান বিশ্বে ১৭ তম।
আজ আন্তর্জাতিক তত্ত্বীয় পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের ওয়েবসাইটের প্রকাশিত ফল থেকে এসব তথ্য জানা গেছে।
‘ম্যাটার ম্যাটারস’ দলের সদস্যরা হলেন শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবরাব ফাইয়াজ, রাকিবুল আলম শামীম, ওয়াসীম কামাল, শাহনীল জুলকারনাইন ও এহসান উল্লাহ। এঁদের মধ্যে এহসান উল্লাহ পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এবং অন্যরা একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আন্তর্জাতিক তত্ত্বীয় পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দেশসেরা শাবিপ্রবি
0
Share.