পুঁজিবাজারে ৮ ব্যাংকের বিনিয়োগ আনতে গভর্নরের হস্থক্ষেপ চাইল বিএসইসি

0

পুঁজিবাজারে বিনিয়োগে বিশেষ তহবিলের অনুমোদন নিলেও ৮ বাণিজ্যিক ব্যাংক বিনিয়োগে আসেনি। তাই ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগে আনতে বাংলাদেশ ব্যাংকের সদয় হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ কথা জানান।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগে ২০০ কোটি টাকার ফান্ড গঠনের সুবিধা দেওয়া হলেও মাত্র দুইটি বাণিজ্যিক ব্যাংক আংশিক বিনিয়োগ করেছে। আর আটটি ব্যাংক এ বিষয়ে পর্ষদের অনুমোদন নিলেও এখনো এগিয়ে আসেনি। ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগে আনতে বাংলাদেশ ব্যাংকের সদয় হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সভায় বাংলাদেশ ব্যাংকের অন্যদের মধ্যে ছিলেন ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, আহমেদ জামাল, নির্বাহি পরিচালক সিরাজুল ইসলাম, মোঃ মাসুদ বিশ্বাস, আবু ফারাহ মোঃ নাসের ও উপ-মহাব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান।

বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে কমিশনার খন্দকার কামালুজ্জামান, ড. শেখ সামসুদ্দিন আহমেদ ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

Share.