দ্বিতীয় কার্যদিবসে উভয় পুঁজিবাজারে পতন

0

রোনা পরিস্থিতিতে লেনদেন শুরুর দ্বিতীয় কার্যদিবস আজকে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে বাংলাদেশের উভয় পুঁজিবাজারের লেনদেন।

আজ উভয় স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। আর টাকার পরিমাণের দিক থেকে আগের কার্যদিবস থেকে লেনদেন কমেছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ডিএসইএক্স সূচক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৩ হাজার ৯৯৯ পয়েন্টে। শরিয়াহ ডিএসইএস সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৯ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৭ পয়েন্টে ও সিডিএসইটি সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৭৯৩ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে ১৯৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে তা ৫৪ কোটি ৪৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১৪৩ কোটি ২৯ লাখ টাকার।

ডিএসইতে ৩২৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭টির, শেয়ার দর কমেছে ৭০টির ও ২৩০টির বা ৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সিএসসিএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৮৭৩ পয়েন্টে। আর সিএএসপিআই সূচক ১২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৩৪১ পয়েন্টে।

আজ সিএসইতে ১২৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭টির দর বেড়েছে, কমেছে ৩৪টির ও ৬২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মাত্র ৫৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share.