eblমিনিটেই ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দিতে ‘ইবিএল ইনস্টা অ্যাকাউন্ট’ চালু করেছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)।
ইবিএল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের ই-কেওয়াইসি গাইডলাইন অনুসরণ করে এ ‘ইবিএল ইনস্টা অ্যাকাউন্ট’ চালু করা হয়।
জানা গেছে, এ হিসাবটি খোলার সময় কোন ছাপানো ফরম পূরণ করার প্রয়োজন হবে না। হিসাব খোলার সময় গ্রাহকদের তাদের নিজস্ব জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে আসতে হবে। ডিজিটাল পদ্বতিতে দ্রুত গ্রাহকদের পরিচয় যাচাই করা হবে ও তার ই-কেওয়াইসি ডিজিটালি সংরক্ষন থাকবে। হিসাবধারীরা ডেবিট কার্ড ও সৌজন্যমূলক চেকবই সুবিধা পাবেন। সব ইবিএল শাখায় চলতি ও সঞ্চয়ী উভয় ধরনের হিসাব খোলা যাবে।
ইবিএলর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার জানান, ইবিএল ইনস্টা অ্যাকাউন্টের মাধ্যমে মিনিটের মধ্যেই সুবিধাজনক ও নিরাপদভাবে অ্যাকাউন্টটি খোলা যাবে। ফলে ব্যাংকে গ্রাহকের উপস্থিতির সময় হবে ন্যূনতম। একই সঙ্গে গ্রাহকদের উচ্চ মানসম্মত ডিজিটাল ব্যাংকিং সেবাও নিশ্চিত হবে। ♦