পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত। স্ত্রী, পুত্র ও পুত্রবধূসহ পরিবারের সব সদস্য এ রোগে আক্রান্ত। ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নজরুল ইসলাম মজুমদার ব্যাংক উদ্যোক্তা পরিচালকদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসেরও (বিএবি) চেয়ারম্যান। তিনি গত ১২ বছর ধরে বিএবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
নজরুল ইসলামের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এক্সিম ব্যাংকের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান সঞ্জীব চ্যাটার্জী।
জানা গেছে, নজরুল ইসলাম ও তার স্ত্রী নাসরিন ইসলাম বাসায় চিকিৎসা নিচ্ছেন। নাসরিন ইসলামও এক্সিম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। আর পুত্র ওয়ালিদ ও পুত্রবধূ চিকিৎসা নিচ্ছেন আনোয়ার খাঁন মডার্ন হাসপাতালে। ♦