স্ক্যাম ও ভূয়া বন্ধু দমনে মেসেঞ্জারে সেফগার্ড চালু

0

আইটি ডেস্ক: স্ক্যাম ও ভূয়া বন্ধু দমনে মেসেঞ্জার অ্যাপে সেফগার্ড ফিচার চালু করেছে ফেসবুক।

ফেইসবুক নতুন এ ফিচার সম্পর্কে বলেছে, অনাকাঙ্ক্ষিত ম্যালসিয়াস বা ক্ষতিকারক লিংক পাঠানো রোধে মেসেঞ্জারকে প্রস্তুত করা হয়েছে।

নতুন ফিচারটি স্ক্যাম বা ভূয়া-চটকদার বার্তা-মন্তব্যকে নিয়ন্ত্রণ করবে। ইতোমধ্যে ফিচারটি অনেক ব্যবহারকারীর আইডিতে চালু হয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মে সব ব্যবহারকারী পর্যায়ক্রমে মেসেঞ্জারে এ সুবিধা পাবেন।

Share.