নিশো-মেহজাবীন অভিনীত তিন নাটক সিএমভিতে

0

বাংলাদেশের অন্যতম লেভেল কোম্পানি সিএমভিতে দেখা যাবে জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন অভিনীত তিনটি নাটক।

এরমধ্যে প্রচারের আগেই সর্বাধিক আলোচনায় থাকা ‘উপহার’ নাটকটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন। তাসনিয়া লস্করের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

মেহেজাবীন চৌধুরীর ক্যারিয়ারের অন্যতম কাজ হিসেবে এরইমধ্যে আলোচনায় উঠেছে ‘সিগনেচার’ নাটকটি।
আওরঙ্গজেবের তৈরি নাটকটিতে আরও রয়েছেন আফরান নিশো।

একইভাবে ঈদের ২য় দিন এটির উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

আফরান নিশো ও মেহজাবীন জুটিকে নিয়ে সিএমভি থেকে প্রকাশ পাবে আরও একটি বিশেষ নাটক- ‘ইমপসিবল লাভ’। আব্দুল্লাহ মাহফুজ অভির চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।

সিএমভির আয়োজন নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, এবারের ঈদকে ঘিরে বছরের প্রথম থেকেই আমাদের প্রস্তুতি আর পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে অনেক পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে তার আগেই আমরা আমাদের সেরা কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। সেগুলোই প্রকাশ পাচ্ছে এবারের ঈদে।

Share.