করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে জাতীয় জরুরি অবস্থা জারি করেছে মার্কিন প্রশাসন। এর মধ্যেই গলফ খেলতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স।
পরিস্থিতি স্বাভাবিক দেখাতে গতকাল ট্রাম্প ওয়াশিংটনের শহরতলীতে অবস্থিত গলফ ক্লাবে যান। ট্রাম্প গাড়িবহর নিয়ে হোয়াইট হাউজ থেকে গলফ ক্লাবে যান।
ক্লাবে ট্রাম্পকে সাদা একটি ক্যাপ ও পোলো টি শার্ট পরা অবস্থায় দেখা গেছে।
জরুরি অবস্থা জারি হওয়ার পর এই প্রথম গলফ খেলতে গেলেন ট্রাম্প। এর আগে ৮ মার্চ ফ্লোরিডায় নিজের গলফ ক্লাবে গিয়েছিলেন তিনি।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্লওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জন। মারা গেছেন প্রায় এক লাখ মানুষ। ♦