শেষ পর্বে তামিমের লাইভ শোতে যোগ দেবেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নবনিযুক্ত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল স্থানীয় ও আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের নিয়ে সোশাল মিডিয়ায় তার সিরিজ লাইভ শো (আড্ডা) শেষ করবেন আগামীকাল রাতে।
তামিমের জনপ্রিয় এ অনুষ্ঠানের শেষ পর্বটি রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময়) প্রচার হবে।
তামিম তার ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানকেও শেষ শোতে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সাকিব ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল বিকেলে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে লাইভ শোতে তামিম ঘোষণা দেন যে, তার পরবর্তী ও শেষ পর্বটি শনিবার রাতে প্রচার হবে।
করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে সব ধরনের খেলাধুলার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ভক্তদের বিনোদন দিতে গত ২ মে থেকে এ লাইভ সেশন শুরু করেন তামিম ইকবাল। ♦