খেলা ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গিয়েছে ২৬ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে ১২৭ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও অনেক প্রবাসী। সেই প্রবাসীদের একজন বাংলাদেশের সাবেক ফুটবলার ফজলুল হক করোনা আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি আছেন। জানা গেছে, ফজলুর শারীরিক অবস্থা উন্নতির দিকে।
জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও ৭০-এর দশকের শেষ দিকে ঢাকার মাঠে ভালো স্ট্রাইকার হিসেবে পরিচিতি পেয়েছিলেন ফজলুল হক। ক্যারিয়ারে বেশির ভাগ সময় খেলেন ব্রাদার্সের জার্সিতে। ১৯৭৭ সালে ঢাকার প্রথম বিভাগ ফুটবল লিগের প্রথম হ্যাটট্রিকটি এসেছিল তাঁর পা থেকে। ব্রাদার্স ছেড়ে এক মৌসুম আবাহনীতে ছিলেন। আবার ব্রাদার্সে ফিরে ১৯৮১ সালে জিতেছেন আগা গোল্ডকাপের শিরোপা।। বুট জোড়া তুলে রেখে আশির দশকের মাঝামাঝি থেকে নিউইয়র্কে থিতু হয়েছেন এ ফুটবলার।
করোনা আক্রান্ত হয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের হাসপাতালে কয়েক দিন আগে ভর্তি হয়েছেন ফজলু। আর অবস্থা এখন আগের চেয়ে ভালো।